

অনলাইন ডেস্ক :
দ্বিতীয়ার্ধে ঢিমেতালে চলা ম্যাচে হঠাৎ করেই প্রাণ ফেরায় বাংলাদেশ। ৭০ মিনিটে সমতায় ফেরা গোল পায় সাইফুল বারীর দল। অনন্যা বিথীর কর্নারে ছোট বক্সের ভেতর থেকে পা ছুঁইয়ে সমতা ফেরান মরিয়ম বিনতে। সমতায় ফেরার পর আরো গোছাল ফুটবল খেলেছে মেয়েরা। রক্ষণও জমাট ছিল বাংলাদেশের ফলে আর বিপদে পড়তে হয়নি। নির্ধারিত সময় ১-১ সমতায় থাকার পর ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। ম্যাচের এক মিনিট থাকতে গোলরক্ষক পরিবর্তন করে ভারত। বদলি নামা গোলরক্ষককে বেশ আত্মবিশ্বাসী লাগলেও বাজিমাত করেছে বাংলাদেশের ইয়ারজান বেগম।
যদিও টাইব্রেকারে শুরুর শটেই হতাশায় ডুবান সুরভী। দলের সেরা তারকার দুর্বল শট আটকে দেন বদলি নামা গোলরক্ষক। তবে প্রথম শটে ভুল করেনি ভারতের সবিতা রানী। নির্ধারিত সময়ের খেলায় সমতার স্বস্তি এনে দেওয়া মরিয়ম বিনতে টাইব্রেকারেও পান জালের দেখা। এরপর ভারতের আলেনা দেবির শট ফেরান ইয়ারজান বেগম। তৃতীয় শটে লক্ষ্যভেদ করেন থুইনুই মারমা কিন্তু ভারতের বোনিফিলিয়ার শট ইয়ারজান ফিরিয়ে দিয়ে এগিয়ে নেন বাংলাদেশকে। কিন্তু চতুর্থ শটে আলপি আক্তারের পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। এরপর অনিতার লক্ষ্যভেদে সমতায় ফিরে ভারত। পঞ্চম শটে লক্ষ্যভেদ করেন সাথী মুন্ডা। তাতে জয়ের পথ খুলে যায় বাংলাদেশের সামনে। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন ইয়ারজান বেগম। দিবানি লিন্ডার পঞ্চম শট দারুণ দক্ষতায় আটকিয়ে শিরোপা উৎসবের আমেজ বইয়ে দেন পুরো দলের মধ্যে।