

ডিপি ডেস্ক :
আটককৃতরা হচ্ছে চাঁদপুর সদরের মান্দারী এলাকার ওসমান গনির ছেলে খোকন সর্দার (৪০), ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের ইলিয়াস কাজীর ছেলে নাজির হোসেন (৩৬), শাহরাস্তির উয়ারুক এলাকার তাজুল ইসলামের ছেলে মহিবুল ইসলাম (৪২), মতলব দক্ষিণের পিংড়া এলাকার মিলন খানের ছেলে দিদার খান (৪০) এবং একই উপজেলার ভাংগারপাড় এলাকার সোহরাবউদ্দিনের ছেলে শরীফউল্লাহ (৩৮)। এ সময় তাদের কাছ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় জানান, আটক হওয়া এই পাঁচজন এর আগে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে মধুরোড এলাকার একটি জুয়ার আসরে হানা দেন।
তিনি আরো জানান, পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এই পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাদের গ্রামের বাড়ির প্রকৃত ঠিকানা ঠিক আছে কি না তা যাচাই-বাছাই চলছে।











