

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া শহরের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিয়ার জাকির হোসেন সরকার।
গতকাল শনিবার (১২ অক্টোবর) বিকেল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ৩৫টিরও বেশী পূজামন্দির পরিদর্শন ও উপস্থিত সনাতনী ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদ, বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর থানা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, হরিনারায়ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুজামান রাশেদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো জামিরুল ইসলাম জামির।
এ সময় কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া হরিবাসর সার্বজনীন পূজামন্ডপে বক্তৃতাকালে জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা অনেক মন্দির পরিদর্শন করেছি এবং সেখানকার উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি তারা নির্বিঘেœ পূজা উদযাপন করছে এটা দেখে আমরা অনেক খুশি। ভবিষ্যৎতে এর চেয়ে আরো সুন্দর পরিবেশে পূজা উদযাপন হবে।
জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার তার বক্তব্যে বলেন, এদেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী, তাই অন্য সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু হয়ে থাকার দরকার নাই। সবাই সমান অধিকার নিয়ে বাচঁতে চাই।











