কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন উত্তোলন ১২ প্রার্থীর

কুষ্টিয়া প্রতিনিধি :

 

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়াকার্স পার্টি ও স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১২জন প্রার্থী মনোনয়ন উত্তোলন করেছেন। এরমধ্যে ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বাঁকী প্রার্থীগণ বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিনে দাখিল করবেন বলে জানা গেছে।

 

দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী বিভিন্ন দলের ১০জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি, জাতীয় পার্টির প্রার্থী মো. শাহরিয়ার জামিল জুয়েল, জাসদের প্রার্থী শরিফুল কবির স্বপন, ওয়াকার্স পাটির প্রার্থী কমরেড মো. মজিবুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. আজিম আলী, মুক্তজোটের প্রার্থী মো. সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি আলহাজ মো. রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন, দৌলতপুর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. নাজমুল হুদা পটল ও স্বতন্ত্র প্রার্থী মো. ফারুক হোসেন।

 

এছাড়াও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ফজুলল হক ও জাকের পার্টির প্রার্থী মো. আসাদুজ্জামান উৎপল মনোনয়ন সংগ্রহ করেছেন।

 

মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফিরোজ আল মামুন ও ওয়াকার্স পাটির প্রার্থী কমরেড মো. মজিবুর রহমান বুধবার দৌলতপুর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন দাখিল করেছেন। বাকিরা আগামীকাল দাখিল করবেন বলে একাধিক সূত্র জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *