এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলা নিন্দনীয় : ঐক্য পরিষদ

অনলাইন ডেস্ক :

 

ঢাকার এনসিটিবি ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আজ বুধবার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে। 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদত্ত ওই বিবৃতিতে বলা হয়, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত জুলাই গণ-অভ্যুত্থানের চিত্রকর্ম বা গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে দেশের যে কোনো নাগরিকের বিক্ষোভের অধিকার প্রকৃত অর্থে গণতান্ত্রিক অধিকার এবং তা গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

বিবৃতিতে বলা হয়, এমন চেতনা সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা শান্তিপূর্ণ বিক্ষোভের উপর হামলা নিঃসন্দেহে নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক এবং তা বিক্ষোভকারীদের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপের শামিল, যা বিশ্বে দেশের ভাবমূর্তিকে ক্ষুন্ন করবে।

বিবৃতিতে হামলায় আহতদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *