

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হাউজিং এস্টেটের অবৈধ দখলকৃত জমি উদ্ধারে দিনভর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে কুষ্টিয়া-ঢাকা হাইওয়ে মহাসড়কের পাশে হাউজিংয়ের জায়গা অবৈধ দখলবাজরা দখলে নিয়ে নির্মাণ করা সীমানাপ্রাচীর গুড়িয়ে দেই জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
এসময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলামের অবৈধ দখলে থাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মালিকানাধীন বিশালায়তনের জায়গা উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
জাহানারা খাতুন নামে প্লট বরাদ্দ পাওয়া কর্মজীবী নারী বলেন, ‘দীর্ঘ ১০ বছরের ভোগান্তি মুক্ত হতে পেতে আত্মায় একটা শান্তি অনুভব করছি। আওয়ামী লীগ সরকারের নেতা, হোমড়া চোমড়াদের জবর দখলবাজিতে অনেকটা কনফিউজড হয়ে গিয়েছিলাম যে আদৌ এই প্লট কোনোদিন হাউজিং কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নিতে পারবো কি না। আজকে সেই স্বপ্ন সত্যিই বাস্তবায়ন হলো। নিজের শখের গহনা, বাপের বাড়ির জমি বিক্রির টাকা ঋণের টাকা দিয়ে এই জমির টাকা শোধ করেছি। অথচ এতোদিন এক অনিশ্চিত অন্ধকারের মধ্যে দিন কাটাচ্ছিলাম। হাউজিং কর্তৃপক্ষের এই উদ্যোগকে ধন্যবাদ জানায়’।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী ডিভিশনের নির্বাহী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, ‘সব রকম আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুরু হওয়া এবং চলমান এই উচ্ছেদ অভিযানে পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।









