কুষ্টিয়া প্রতিনিধি : কু্ষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা জয় বাংলা বাজারে জাতীয় ভোক্তা অধিদপ্তর কু্ষ্টিয়া কার্যালয় কতৃক অভিযান পরিচালনা কালে বিশ্বাস ফার্মেসীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এর উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ৫০০০ টাকা,
এবং আলী ফার্মেসীকে ফিজিসিয়ান সেম্পল ঔষধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এর উদ্দেশ্যে রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর৩৭ এবং ৫১ ধারায় (২০,০০০+২০,০০০)=৪০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় এবং চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে দইয়ের ওজন কম দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৬ধারায় ১০,০০০ জরিমানা আরোপ ও আদায় করা হয়। আজকের অভিযানে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইনেসপেক্টর জনাব মোঃ ইনসাফ হোসেন ও পুলিশ প্রশাসন।
এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের কু্ষ্টিয়া কার্যালয়ের সহকারি পরিচালক সেলিমুজ্জামান জানান,জনস্বার্থে এই সকল অভিযান অব্যাহত থাকবে।