

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলার সকল পর্যায়ে চলমান উন্নয়ন প্রকল্প এবং অফিস কার্যালয়ের তথ্য অবমুক্ত করণের নির্দেশনা দিয়ে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন বলেন, আজকের বিশে^ তথ্যই শক্তি। তিনি বলেন আরো, তথ্য জানার অধিকার নাগরিকের আইনগত অধিকার। সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম হাতিয়ারই হলো অবাধ তথ্য প্রবাহ। বর্তমান সরকার তথ্য অধিকার আইন বাস্তবায়নে নানাবিধ কার্যক্রম উল্লেখ করে বলেন, সরকারি ঘোষিত লক্ষ্যমাত্রা ২০২১ এবং ২০৪১ অর্জন সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে তথ্যের অবাধ প্রবাহ তৈরী করতে হবে। তিনি বলেন, অবাধ তথ্য প্রবাহই জবাবদিহিতার সংস্কৃতি তৈরী করতে পারে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে সকল অফিসে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা নিয়োগ এবং জনস্বার্থে দৃশ্যমান স্থানে নাম ফলক টানানোসহ নিজ নিজ ওয়েবসাইটে নাম প্রকাশের জোর তাগিদ দেন।
সভার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, তথ্য চাইলে সরকারি বেসরকারি সকল দপ্তর সমূই তথ্য দিতে বাধ্য। আইনের প্রতি সম্মান প্রদর্শন করা সকলের দায়িত্ব। কোন অফিসে তথ্য চেয়ে আবেদনকারীকে কোন প্রকার হয়রানি করা যাবে না। তথ্য না দিতে পারলে সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক বিধি অনুসারে তা আবেদনকারীকে জানাতে হবে।
সনাক সদস্য মো: রফিকুল আলম টুকু বলেন, তথ্য জানা যেমন নাগরিকের অধিকার তেমনি তথ্যই সুশাসন প্রতিষ্ঠার অন্যতম হাতিয়ার। সুতরাং তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হলে সকলের আন্তরিক সহযোগিতা এবং সদিচ্ছা দরকার।
২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসন কুষ্টিয়া, সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি এবং ব্রিটিশ কাউন্সিল কুষ্টিয়ার যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক মো: আসলাম হোসেন এর নেতৃত্বে সকাল ৯.৪৫টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র্যালি এবং তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত তথ্য মেলার উদ্বোধন এবং সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত তথ্য মেলায় আগত দর্শনার্থীদের সনাকের পক্ষ থেকে তথ্য অধিকার আইন অনুসারে হাতে কলমে আবেদন ফর্ম পূরণ এবং তথ্য পেতে সহযোগিতা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভা ও তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা সিনিয়র তথ্য অফিসার মো: তৌহিদুজ্জামান। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন প্রমূখ। র্যালী এবং আলোচনা সভায় জেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, নানা শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকবৃন্দ, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ও টিআইবি’র কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।








