মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৪টি স্বর্ণের বারসহ আটক ২

ডিপি ডেস্ক :

 

মেহেরপুরের সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত থেকে ৭০৪ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৯৪ লাখ ৮৭ হাজার ৮৪০ টাকা।

বুধবার (১৪ মে) দুপুরে বুড়িপোতা বিওপির বিশেষ অভিযানে শ্যানপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বুড়িপোতা গ্রামের বাসিন্দা মো. কালাম (৪৪) ও একই গ্রামের বাসিন্দা মো. আরজ আলী (৭১)। 

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান জানান, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৭ থেকে প্রায় ১ কি.মি বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহভাজন দুই ব্যক্তিকে বাইসাইকেলযোগে সীমান্তের দিকে অগ্রসর হতে দেখা যায়।

পরে তাদের তল্লাশি চালিয়ে ৪টি সোনার বার উদ্ধার করা হয়েছে। তাদের আটকের পর আসামিদের থানায় হস্তান্তর ও উদ্ধারকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *