ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ থেকে নার্গিস আক্তার (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১কেজি ৫ শ’ গ্রাম গাঁজাসহ আটক করেছে নাভারণ হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় যশোর- বেনাপোল সড়কের নাভারণ এলাকা থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাকে আটক করা হয়।
আটক নারী যশোরের রুস্তমপুর গ্রামের ইমদাদুল হকের স্ত্রী।
নাভারণ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) জহিরুল হক জানান, সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে টার সময় যশোর-বেনাপোল সড়কের নাভারণ গোডাউন এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করলে নার্গিস আক্তার নামে উক্ত নারীকে পায়ে ১ কেজি ৫ শ’ গ্রাম গাঁজা বাঁধা অবস্থায় আটক করা হয়।
আটককৃত গাঁজা এবং মাদক পাচারকারী নারীকে মাদক আইনে মামলা দিয়ে ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।