

ডিপি ডেস্ক :
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে মাটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ সময় আবু বক্কর ছিদ্দিক (৩৫) নামের এক যুবককে আটক করে র্যাব।
রাতে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ নীলফামারীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার গাধোয়া পুকুর সংলগ্ন মুকুল নামের এক ব্যক্তির বাড়ির উঠানে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। এ সময় আবু বক্কর ছিদ্দিক নামে ওই যুবককে আটক করা হয়।













