

কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ শুনানির আয়োজন করা হয়।
শুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. মনজুর মোরশেদ। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে জনসম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলী আকবর আজিজী। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা।
জেলার সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার ভুক্তভোগীরা গণশুনানিতে অংশ নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন।
কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন এ গণশুনানির আয়োজন করে।














