কুমারখালীতে আইসক্রীম ফ্যাক্টরীতে অভিযান , ৫০ হাজার টাকা জরিমানা

আইসক্রীম তৈরিতে ব্যবহৃত রং সহ বিভিন্ন মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
কুমারখালী ,কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভাস্থ শেরকান্দি এলাকায় মধুরুচি ও নিউ শাপলা আইসক্রীম ফ্যাক্টরীতে গতকাল দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কুমারখালী, মোহাম্মদ নূর-এ-আলম ভ্রাম্যমান আদালত পরিচালনায় যৌথ নেতৃত্ব দেন।

আইসক্রীম তৈরিতে অনুমোদিত বিভিন্ন প্রকার রং, ফুডগ্রেড, বিষাক্ত কেমিকেল জাতীয় কমলা, লিচু, আমসহ বিভিন্ন ফলের স্বাদ মিশ্রিত বোতলজাত পানি জব্দ করে জনসম্মুখে আইসক্রীম ফ্যাক্টরী আঙিনায় ধ্বংস করা হয়। অভিযানে নিউ শাপলা ফ্যাক্টরীতে আইসক্রীম তৈরিরত অবস্থায় ওমর, রউফ ও ইব্রাহিম নামের ৩জনকে গ্রেফতার করে পৃথক ভাবে ১০ হাজার ও মধুরুচি ফ্যাক্টরীতে হাসান নামের অন্য একজনকে গ্রেফতার করে ২০ হাজার, মোট ৫০ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *