ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার

ডিপি ডেস্ক :

 

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে চিহ্নিত করা হলেও তিনি ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। 

বৃহস্পতিবার রাত ৮টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধীন পলিয়ানপুর বিওপির সদস্যরা বেসামরিক সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানকালে পলিয়ানপুর পূর্বপাড়া এলাকায় মো. আজিজুলের গোডাউনের সামনে পাকা রাস্তায় সন্দেহজনকভাবে একটি মোটরসাইকেল চলতে দেখে তা থামতে বলা হয়। এ সময় চালক মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের আনচান আলীর ছেলে হামিদুল ইসলাম মোটরসাইকেল ও কোমরে বাঁধা একটি ব্যাগ ফেলে দৌঁড়ে পালিয়ে যান।

পরে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের উপস্থিতিতে ব্যাগটি খুলে সেখানে আটটি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ১ কেজি ১৭৭ গ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *