কুষ্টিয়ায় ১৩ শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় জুলাই-আগস্ট ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ১৩ পরিবারের প্রত্যেককে ১০ লক্ষ টাকার সঞ্চয় পত্র তুলে দেয়া হয়েছে।  

রোববার বেলা একটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ সঞ্চয়পত্র প্রদান করা হয়।  

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৩ শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ সঞ্চয়পত্র ও উপহার সামগ্রী তুলে দেন।

এ সময়  ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, শহীদ বাবলু ফারাজির ছেলে সুজন মাহমুদ, শহীদ সবুজের স্ত্রী রেশমা খাতুন বক্তব্য রাখেন।

এ সময় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদ পরিবারকে নিরাপত্তাসহ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব রকম সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছে। আপনাদের যেকোনো সমস্যা আমাদের নির্দ্বিধায় জানাবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব।

জুলাই আগস্ট আন্দোলনের মামলাগুলো যাতে আইনি প্রক্রিয়ায় যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।  

প্রসঙ্গত, কুষ্টিয়ায় জুলাই-আগস্ট ফ্যাসিবাদ সরকার বিরোধী আন্দোলনে ১৩ জন শহীদ হন।

আন্দোলনে যারা শহীদ হয়েছেন তারা হলেন জামাল উদ্দিন শেখ, আব্দুস সালাম, মোঃ কামাল উদ্দিন, মোঃ বাবলু ফরাজি, মো: সুরুজ আলী, মো: উসামা, মোঃ ইউসুফ শেখ, মোঃ আব্দুল্লাহ আল মুস্তাকিন, মো: আশরাফুল ইসলাম, মো: সেলিম মন্ডল, মোঃ জুবায়ের আহমেদ, আলমগীর শেখ ও মো: মারুফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *