চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে থাকা ইতালিফেরত যুবক করোনা ভাইরাস আক্রান্ত বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বেলা ২টায় চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান এ ঘোষণা দেন। তবে আক্রান্ত যুবক ঝুঁকিপূর্ণ অবস্থায় না থাকায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আক্রান্ত যুবক ছাড়াও জেলার সন্দেভাজন ৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানানো হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ইতালিফেরত যুবক গত ১২ মার্চ বাড়িতে আসেন। এরপর তিনি সর্দি, কাশি, গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন। বিষয়টি জানার পর তাকে সদর হাসপাতালের আইসোলেশন নিয়ে আসা হয়। গত ১৬ মার্চ আইইডিসিআর’র প্রতিনিধিদল চুয়াডাঙ্গায় এসে ইতালিফেরত যুবকের সোয়াব সংগ্রহ করে ঢাকা নিয়ে যায়। সেখানে পরীক্ষা করে তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করে আইইডিসিআর।