সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য ‘বিশেষ সুবিধা’র প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার সাক্ষরে এই প্রজ্ঞাপন জারি হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে গ্রেড ২০ পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা ১৫ শতাংশ হারে ‘বিশেষ সুবিধা’ পাবেন।
সরকারের দেয়া নতুন এই সুবিধা পহেলা জুলাই থেকে কার্যকর হবে।

মূলত জাতীয় বেতনস্কেল এর আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড ও পুলিশ বাহিনীতে যারা কাজ করছেন এবং পেনশন পাচ্ছেন তারা সবাই এ বিশেষ সুবিধা পাবেন।
এর আগে সোমবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বৃদ্ধির প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

“২০১৫ সালের পর কোনো বেতনকাঠামো না হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব করছি,” বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, সরকারের দিক থেকে আগে থেকেই মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিলো।

অর্থ উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন মহার্ঘ ভাতার বিষয়ে একটা কমিটি কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *