

ডিপি ডেস্ক :
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাদশা মিয়া (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) ঈদের দিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত শুক্রবার (৬ জুন) রাত ১০টার দিকে তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। নিহত বাদশা উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের ইব্রাহিম সেখের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সদর উপজেলা কালিয়া হরিপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে মুন্নি খাতুনকে প্রেমের সর্ম্পকে বিয়ে করেন বাদশা। বিয়ের পর থেকেই তাদের পরিবারে কলহ বিবাদ চলছিল। এ নিয়ে সালিসও হয়েছে।
এরই জের ধরে শুক্রবার রাতে বাদশা মিয়াকে বাড়ি থেকে মোবাইল করে ডেকে এনে মামাশ্বশুর মনি ফকির তাকে মাথায় কুপিয়ে আহত করেন।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার এসআই প্রণয় কুমার প্রামাণিক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ বিষয়ে স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।






