কুষ্টিয়ায় মিললো সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোন থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ির সন্ধান মিলেছে। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। পুলিশ ধারণা করছে, গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিহত আনোয়ারুল আজীম আনারের।

জানা গেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থলে যায় কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ওই ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের।

স্থানীয়রা জানান এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হোক। বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

সা‌ফিনা টাওয়া‌রের গ‌্যা‌রে‌জের দা‌য়ি‌ত্বে থাকা প্রহরী আলমগীর জানান, প্রায় তিন ম‌াস আগে একটি তামাক কোম্পা‌নির দুই কর্মকর্তা গা‌ড়ি‌টি রে‌খে যান। তাদের কোম্পানির বায়ারদের জন‌্য ভব‌নের দুই, তিন ও চারতলায় পাঁচ‌টি ফ্ল্যাট ভাড়া ‌নে‌ওয়া আছে। 

এ বিষ‌য়ে জান‌তে শা‌ফিনা টাওয়া‌রের মা‌লিক শামসু‌দ্দিন আলম ওর‌ফে শা‌হিনের মোবাইলে কল দি‌লে তি‌নি রি‌সিভ ক‌রেন‌নি।

 গাড়ি থেকে পুলিশ কাগজপত্র, লাইসেন্স ও স্টিকার উদ্ধার করেছে। সেখানে গাড়ির মালিকের নাম লেখা আছে। আরও খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা পত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *