

ডিপি ডেস্ক :
রাজবাড়ীর পাংশায় গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পারকুল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গ্রামের স্থানীয়রা জানায়, তালেব মন্ডলের গাছ থেকে জাম পাড়ছিলে আনোয়ার সরদার। এ সময় তালেব মন্ডলের ছেলের বউ জাম পাড়তে নিষেধ করেন। এতে দুই পক্ষের মাঝে কথা-কাটাকাটির শুরু হয়।
পরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয় পক্ষের ৭ জন গুরুত্বর আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সেই সাথে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।









