গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬১ জন

অনলাইন ডেস্ক :

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী গুলিতে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩৯ জন ত্রাণপ্রার্থীও রয়েছে। বুধবার ভোর থেকে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় এসব নিহতের ঘটনা ঘটে। 

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১২০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪৭৪ জন আহত হয়েছে।

যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

আজ সকাল থেকে ইসরায়েলি হামলায় ৩৯ জন ত্রাণপ্রার্থী নিহত ও কমপক্ষে ৩৬৩ জনেরও বেশি আহত হয়েছেন। এর ফলে ত্রাণ বিতরণকেন্দ্রে মোট নিহতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে আরো ১ হাজার ৮৫৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ৫৫ হাজার ১০৪ জন এবং আহত হয়েছে ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জন।

চলতি বছরের মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েল ৪ হাজার ৮২১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১৫ হাজার ৩৫৩ জন আহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *