শব্দদূষণবিরোধী অভিযান : হাইড্রোলিক হর্ণ ধ্বংস, জরিমানা আদায়

ডিপি ডেস্ক :

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় শব্দদূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ণ ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ। অভিযানে দুটি যানবাহন থেকে চারটি হাইড্রোলিক হর্ণ জব্দ করে তা ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় প্রসিকিউশন সহযোগিতা করেন পরিবেশ অধিদফতর, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. ইমরান হোসেন।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে পুলিশ লাইন্স, রাজবাড়ীর একটি চৌকস দল।

জনস্বার্থে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *