যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু

ডিপি ডেস্ক :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ (৪৫) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোররাতে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. রবিউল ইসলাম তুহিন।
ইউসুফ যশোরের মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ কিডনির সমস্যা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালের চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। পরদিন ১৪ জুন তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর রোগীর শরীরে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। তখন চিকিৎসকরা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, রোগীর স্বজনরা ১৮ জুন (বুধবার) দুপুরে শহরের ইবনে সিনা প্রাইভেট হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষকে পাঠায়। রিপোর্টে ইউসুফের করোনা পজিটিভ শনাক্ত হয়।

তবে চিকিৎসকরা করোনার চিকিৎসা শুরু করার আগেই বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে ইউসুফ মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসেন শাফায়েত জানান, আইসিইউ’র দায়িত্বে থাকা চিকিৎসক ফোনে ইউসুফের মৃত্যুর তথ্য জানান। এ নিয়ে যশোর জেনারেল হাসপাতালের আইসিইউতে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *