চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামে বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে আরামডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদুল একই গ্রামের ওহাব শেখের ছেলে।
দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার রাতে রাশেদুল মাছ ধরার কথা বলে বাড়ি থেকে রেব হয়। রাতে সে বাড়ি না আসায় সকালে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এসময় গ্রামের কৃষকরা মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তার শরীরের একাংশ বজ্রপাতে ঝলসে গেছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।
ওসি আরো জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।