কুষ্টিয়ার কুমারখালীতে ৪ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কসমেটিকস জাতীয় লাগেজ পণ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠান মালিককে ৩০ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদ না থাকায় এক টেক্সটাইল মালিককে ২৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ জুন) দুপুর ১টা থেকে ২টা ৩৮ মিনিট পর্যন্ত কুমারখালী শহরের সোনাবন্ধু সড়কে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বিএসটিআই।

আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা (সিএম) দীপঙ্কর কুমার দত্ত, পুলিশ প্রমুখ।

আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে কুমারখালী স্টোর, কৃষ্ণ গোপাল ও পদ্মা কসমেটিকসে বিভিন্ন প্রকার প্রসাধনী বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কুমারখালী স্টোরের মালিক নঈম শেখকে ১০ হাজার টাকা, কৃষ্ণ গোপাল কসমেটিকসের মালিক কমল সাহাকে ১০ হাজার টাকা এবং পদ্মা কসমেটিকসের মালিক সুকুমার সাহাকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও লাইসেন্সের মেয়াদ না থাকায় রানা টেক্সটাইলের স্বত্বাধিকার মাসুদ রানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, ছাড়পত্র ছাড়াই কর ফাঁকি দিয়ে লাগেজ পণ্য বিক্রি এবং বৈধ লাইসেন্স না থাকার অপরাধে চার প্রতিষ্ঠান মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *