
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিস্কার পরিচন্নতা সপ্তাহ পালন উপলক্ষে র্যালী ও কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে জি,কে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে ঝাড়– দিয়ে পরিস্কার পরিছন্নতা কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রকৌশলী শাহিনুর রহমান, জি,কে মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এস এম কাদেরী শাকিলসহ দুই শতাধিক স্কুলের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।