ঝিনাইদহে বটির আঘাতে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ডিপি ডেস্ক :

ঝিনাইদহে সবজি কাটা বটির আঘাতে দুই বছরের শিশু সাইমের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে শহরের মহিলা কলেজ পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু সাইম শহরের প্রিন্টিং প্রেস ব্যবসায়ী মনিরুজ্জামানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটির মা রান্নাঘরে বটি দিয়ে সবজি কাটছিলেন। সে সময় শিশু সাইম খেলা করার জন্য বটি নেওয়ার চেষ্টা করলে – তার মা বটিটি রান্নাঘরের র‌্যাকের ওপর রেখে দেয়। শিশুটির মা অন্য ঘরে কাজ করতে গেলে শিশুটি র‌্যাকের ওপর থাকা বটি নেওয়ার চেষ্টা করে। 

সে সময় বটিটি সাইমের ঘাড়ের ওপর পড়ে মারাত্মক জখম হয়। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাড়ের রগ কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুলতানা মেফতাহুল জান্নাত জানান, শিশুটির পরিবার সদর হাসপাতালে তাকে নিয়ে আসার পর আমরা প্রাথমিক চিকিৎসা দেই। ঘাড়ের ওপর ধারালো বটি পড়ার কারণে তার রগ কেটে যায় । আমরা শিশুটিকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রেফার্ড করি। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে বাচ্চাটি মারা যায় ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সদর থানায় ইউডি মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *