কুষ্টিয়া-মাগুরা-ঝিনাইদহতে পৃথক পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেফতার ৪ জন

ডিপি ডেস্ক :

কুষ্টিয়া,মাগুরা,ঝিনাইদহতে পৃথক পৃথক অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার গ্রেফতার ৪ জন

গতরাত আনুমানিক ৩ টায় মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে ১টি পিস্তল, ২টি রিভলবার, ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলিসহ অবৈধ অস্ত্রধারী ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

একই সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগারি এলাকায় অন্য একটি অভিযানে ১টি লং ব্যারেল গান, ১টি স্টান গান ও দেশীয় ধারালো অস্ত্রসহ ০১ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে গতরাত আনুমানিক ৪ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় পৃথক একটি অভিযানে পরিত্যক্ত ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে আরো তল্লাশি চালিয়ে একটি দোকানে ১টি মানুষের খুলি উদ্ধার করা হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় দোকানের মালিককে গ্রেফতার করা হয়।

সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *