

অনলাইন ডেস্ক :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট-১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী এক নম্বর ক্যানোপী থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯)। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আটক ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স তাদেরকে আটক করে। আটক ব্যক্তিদের এপিবিএন অফিসে নিয়ে শরীর তল্লাশি করলে মো. হাছানের পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম ও মো. শাহাজানের পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। দুইজনের কাছে থাকা মোট ৮৯৬ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি সাত লাখ চার হাজার তিনশত টাকা।স্বর্ণালংকারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উদ্ধারকৃত স্বর্ণালংকারগুলো তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনে। তারা দীর্ঘ দিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে। তাদের বিরুদ্ধে সন্ধ্যার দিকে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
এয়ারপোর্ট- ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে আসছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।

















