

ডিপি ডেস্ক :
নাটোরের লালপুরে বিকাশ লেনদেনকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলিবর্ষণ, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের মহেশ্বর বাজারে।
ভুক্তভোগী পারভেজ আলী, যিনি ওই বাজারে একটি মোবাইল ও ইন্টারনেট সেবার দোকান চালান, তিনি একই এলাকার বাসিন্দা আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জুলাই উপজেলার পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী মুক্তি খাতুনের সঙ্গে বিকাশ লেনদেন সংক্রান্ত বিষয়ে পারভেজ আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুক্তি খাতুন পারভেজকে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। এর দুইদিন পর ১২ জুলাই সন্ধ্যায় পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ৬/৭জন দুর্বৃত্ত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাযোগে এসে পারভেজের দোকানে হঠাৎ করে হামলা চালায়। প্রথমে একটি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
এরপর দোকানের ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালিয়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে করে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।











