চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা, জেঁকে বসেছে শীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত। এক সপ্তাহের ব্যবধানে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে এ জেলায়।

 

আজ শুক্রবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। যা এ জেলায় চলতি মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে গত ৮ ডিসেম্বর চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

 

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বমিম্ন তাপমাত্রা। এর আগে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। আগেরদিন বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

 

তিনি আরও জানান, চুয়াডাঙ্গায় ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করেছে। সামনের দিনগুলোতে জেলায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। তবে এখন ২-১ দিন তাপমাত্রা কম থেকে আবার কিছুটা বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *