সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১৫৯৩ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে মোট ১ হাজার ৫৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৫ জন। অন্যান্য ঘটনায় ৫৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে- ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ ও ১টি দেশীয় তৈরি হাসুয়া। বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদপ্তর।

এদিকে আজ সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে। আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে।

এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গেল বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর থেকে এক বছরে অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, যদিও কাঙ্ক্ষিত অবস্থায় যাওয়া সম্ভব হয়নি। এই সরকার চেষ্টা করছে, আগামীতে যে সরকার আসবে তারা হয়তো আরও ভাল করবে।

মবের ক্ষেত্রে সরকার কোনো ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *