

অনলাইন ডেস্ক :
দেশের সব বিভাগে আজ সোমবার বিকেল থেকে রাত ২টা পর্যন্ত দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বিকেল ৩টা ৩৫ মিনিট থেকে বৃষ্টিপাতের শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস রয়েছে। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ দুপুরে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন মোস্তফা কামাল পলাশ।ফেসবুক পোস্টে বিভাগ ভিত্তিক বৃষ্টির সম্ভাব্য সময় জানিয়েছেন তিনি।
চট্রগ্রাম বিভাগ—–
চট্টগ্রাম বিভাগের সকল জেলায় বৃষ্টির আভাস রয়েছে। বিকেল ৪টার পর থেকে রাত ১২টা পর্যন্ত যে কোনো সময় এসব এলাকায় বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে।
রংপুর বিভাগ—–
এই বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর জেলায়।
বিকেল ৪টার পর থেকে রাত ১২টার মধ্যে এসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনসিংহ বিভাগ—–
ময়মনসিংহ বিভাগের সব জেলায় বিকেল ৫টার পর থেকে বৃষ্টি হতে পারে। রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ—–
এই বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলায় বৃষ্টির আভাস রয়েছে।
এই দুই জেলায় বৃষ্টি হতে পারে বিকেল ৫টার পর।
রাজশাহী বিভাগ—–
আজ সন্ধ্যা ৭টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত সময়ে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি পতে পারে।
ঢাকা বিভাগ—-
দক্ষিণ দিকের বিভিন্ন জেলার ওপরে (শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রাত ৮টার পর থেকে রাত ৩টার মধ্যে। তবে রাতে রাজধানী ঢাকায় বৃষ্টির কোনো আভাস দেননি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
খুলনা বিভাগ ——
এই বিভাগের উত্তর দিকের বেশিরভাগ জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ৪টার পর থেকে রাত ৯টার মধ্যে।
দক্ষিণ দিকের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা সন্ধ্যা ৭টার পর থেকে রাত ৩টার মধ্যে।
বরিশাল বিভাগ—
বরিশাল বিভাগের কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সন্ধ্যা ৬টা থেকে বৃষ্টি শুরু হতে পারে এই বিভাগের জেলাগুলোতে।














