

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের ব্যবসায়ী সাবান মন্ডলের বাড়ীতে বৃহস্পতিবার গভীর রাতে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যবসায়ী সাবান মন্ডলের নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয় সংঘবদ্ধ ডাকাতদল।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ এবং বাড়ির মালিকের ছেলে শাকিবুল ইসলাম ও সেলিম রেজা জানান, বৃহস্পতিবার গভীর রাতে ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল কালো কাপড়ে মুখ ঢেকে প্রাচীর ফাঁক দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির মালিক সাবান মন্ডলসহ সবাইকে কাপড় ও দড়ি দিয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র রামদা দিয়ে হত্যার হুমকি দেয় এবং একটি ঘরে আটকে রাখে।
ডাকাতদল ব্যবসায়ী সাবান মন্ডলের ব্যবহৃত বাক্সের তালা ভেঙে নগদ সাড়ে তিন লক্ষ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। এসময় বাড়ির কেউ চিৎকার করলে ডাকাতদল রামদা দিয়ে গলা কেটে হত্যার হুমকি দিয়ে দ্রুত চলে যায়।
ঘটনার সংবাদ পেয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান শেখ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর গ্রামে ডাকাতির ঘটনা নিশ্চিত করেন।
এ ব্যাপারে বাড়ির মালিক সাবান মন্ডলের ছোট ছেলে শাকিবুল ইসলাম দৌলতপুর থানায় মামলা দায়ের করেছেন।











