প্রতারক জিনের বাদশাহ গ্রেপ্তার

ডিপি ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে অভিনব কৌশলে চট্টগ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৫৩ লাখ টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে মো. কামাল উদ্দিন মীর (৪৭) নামের এক কথিক জিনের বাদশাহকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সদস্যরা ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা মুসা মীরের ছেলে।আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।তিনি জানান, প্রতারক মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ অজ্ঞাতপরিচয় কতিপয় প্রতারক জিনের বাদশাহ সেজে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধানসহ বশীকরণ করার বিজ্ঞাপন দিয়ে দেশের বিভিন্ন স্থানের সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছেন।র‌্যাব জানায়, সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি থানার জনৈক মো. দিদারুল আলম (৪০) অনলাইনে তাদের বিজ্ঞাপন দেখে তাদের দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন। দিদরুল আলম তার ব্যক্তিগত সমস্যার কথা বললে প্রতারকরা বশীকরণের মাধ্যমে তার সমস্যা সমাধান করার জন্য তাকে আশ্বস্ত করেন এবং গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে বিকাশে ৫৩ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেন।পরবর্তীতে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নিজে বাদী হয়ে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় নিয়মিত মামলা রুজু হয়।পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প অভিযান চালিয়ে প্রতারক কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেন। অন্যান্য প্রতারকদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি আরো জানান, দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাসীমূলক কার্যক্রম প্রতিরোধে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *