কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক দুইটি অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫২/৮-এস হতে আনুমানিক ১১০ গজ বাংলাদেশের অভ্যান্তরে জামালপুর মাঠে নায়েব সুবেদার মো. খোরশেদ আলম এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিযে মালিকবিহীন অবস্হায় ভারতীয় ২৩ বোতল মদ এবং ৩০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।অপরদিকে একইদিন আনুমানিক ভোর ৩টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/১-আর হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম ধর্মদাহ মাঠে নায়েব সুবেদার মো. কাইয়ুম হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২১ বোতল মদ উদ্ধার করা হয়।

বিজিবির পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ১লক্ষ ৫৬ হাজার টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *