

ডিপি ডেস্ক :
কুষ্টিয়া পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও পুলিশ সুপার আগষ্ট/২০২৫ মাসের প্রশংসনীয় কাজের স্বীকৃতিসরূপ সর্বমোট ০৯ (নয়) জনকে পুরস্কার প্রদান করেন।
কল্যাণসভা শেষে কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়। উক্ত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং আসন্ন দূর্গাৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে আলোচনা হয়। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।












