ছেঁউড়িয়ায় ভাবনগরের উদ্যোগে লালন স্মরনোৎসব অনুষ্ঠিত

কুমারখালী প্রতিবেদক : কুষ্টিয়ার কুমারখালীতে ভাবনগর শিল্প ও সাহিত্য চর্চা
কেন্দ্রের উদ্যোগে গতকাল সন্ধ্যায় লালন স্মরনোৎসব অনুষ্ঠিত হয়।
এতে
প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মুহাম্মদ
ওবায়দুর রহমান। প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর
রহমান। বিশেষ অতিথি ছিলেন লালন একাডেমির সাবেক সাধারণ সম্পাদক তাইজাল আলী
খান, বিশিষ্ট লেখক গবেষক এড. লালিম হক, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির
সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, উইমেন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি
আফরোজা আক্তার ডিউ, এপেক্স ক্লাবের চেয়ারম্যান শিল্পপতি আকরাম হোসেন
বাবু। স্বাগত বক্তা ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক
সোহেল রানা। সভা পরিচালনা করেন ইসমাইল হোসেন। প্রধান অতিথি অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, লালন
অসাম্প্রদায়িক চেতনায় সাম্য ও সম্প্রীতির সমাজ গড়ার দর্শন দিয়েছেন।

লালনের দর্শন আজ বিশ্বব্যাপী সমাদৃত। ভাবনগরের মতো অন্যান্য সামাজিক
সাংস্কৃতিক সংগঠনকে লালনের আদর্শ প্রচারে এগিয়ে আসতে হবে। প্রধান আলোচক
অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, লালন কোন ব্যক্তি নয়। লালন
একটি প্রতিষ্ঠান। লালনকে জানার মধ্যদিয়ে নিজেকে খুঁজে পেতে হবে। লালনের
মতো হিংসা বিদ্দেষহীন সমাজ গড়তে হবে। বর্তমান বিশ্বে লালনের বাণী অতি
প্রয়োজনীয় হয়ে পড়েছে। সবশেষে লালনের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *