

ডিপি ডেস্ক :
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন,পিকআপের চালক কুষ্টিয়া সদর উপেজেলার বারোখাদা ত্রিমোহনী গ্রামের মৃত মুনসুর আলী মোল্লার ছেলে নাজমুল আলী মোল্লা (৪২) ও হেলপার একই উপজেলার পশ্চিম মৌজমপুর উদিবাড়ি গ্রমের শাহিন শেখের ছেলে কাওছার শেখ হৃদয় (৩০)।নিহত চালক নাজমুল আলী মোল্লার বড় ভাই বিল্লাল হোসেন মোল্লা জানান, নাজমুল ও কাওছার পিকআপে করে কুষ্টিয়ার দৌলতপুর থেকে কাঁচামাল নিয়ে সাভারের গেন্ডা বাজারে যাচ্ছিলেন। পথে কল্যাণপুর এলাকায় এলে গাড়ির সামনের বাম পাশের চাকাটি পাংচার হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে গাড়ি থামিয়ে স্পেয়ার চাকা লাগানোর কাজ করছিলেন। হঠাৎই নাটোর থেকে ঢাকাগামী চালবোঝাই দ্রুতগতির এক ট্রাক তাদের পিকআপের পেছনে সজোরে ধাক্কা দেয়। এসময় তারা নিজেদের পিকআপের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই সাজ্জাদ হোসেন জানান, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার তাদের নিজেদের পিকআপের চাকার নিচে চাপা পড়েন। পরে আমরা রেকার দিয়ে পিকআপ সরিয়ে চাকার নিচ থেকে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিই। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ তাদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










