দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ৪ জনের, আক্রান্ত আরো ১০৪১ জন

অনলাইন ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৪১ জন। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে ২৭৩ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭ হাজার ৪৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, ল্যাব এইড হাসপাতালে একজন ও ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে একজন মারা গেছেন। এই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৭ থেকে ৬৩ বছর।

গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ৩৭০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।

এর বাইরে ঢাকা বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৫৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন রোগী ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে অনেকেই ঢাকার বাসিন্দা এবং বাকিরা দেশের অন্যান্য জেলার। যদিও সাম্প্রতিক সময়ে ঢাকার বাইরের জেলাগুলোতে আক্রান্তের হার বেশি লক্ষ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *