ঘুমন্ত কন্যাশিশুকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত বাবা আটক

ডিপি ডেস্ক :

টাঙ্গাইলের ঘাটাইলে ঘুমন্ত কন্যাশিশুকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক পাষণ্ড বাবা। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান।নিহত শিশুর নাম তোহা। তার বয়স তিন বছর। সে উপজেলার কাইতকাই গ্রামের মুক্তার আলীর মেয়ে। তার মায়ের নাম রুমি আক্তার।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, মুক্তার আলী প্রায় এক বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আছেন। তার চিকিৎসা চলছে। রবিবার তোহার বাবা-মা রাতের খাবার খেয়ে একসঙ্গে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ ক্ষিপ্ত হয়ে বাবা মুক্তার আলী তার ঘুমন্ত কন্যাশিশুর ওপর ঝাঁপিয়ে পড়েন।
মা রুমি আক্তার ঘুম থেকে ওঠার আগেই শিশু তোহার বুক ও পেটে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। 

ঘটনার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান। পরে নিহত শিশুর মায়ের ডাক-চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান জানান, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজ সোমবার সকালে ঘাতক বাবা মুক্তার আলীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন অবস্থায় শিশুটিকে হত্যা করেছেন মুক্তার আলী। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *