বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক :

 

বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সুদের হার কমার প্রত্যাশা এবং দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা বা শাটডাউনে মার্কিন অর্থনৈতিক মন্দার শঙ্কায় ডলারের পতনে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে মূল্যবান এই ধাতুটির দাম সোমবার ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছেছে।  

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ নভেম্বর) সকাল ৮টা ৩৯ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ।  একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৮৭ দশমিক ৮০ ডলারে লেনদেন হয়েছে। 

রয়টার্সের তথ্য মতে, মূলত ডলার সূচক ০ দশমিক ১ শতাংশ কমেছে, যার ফলে বিদেশী ক্রেতাদের জন্য স্বর্ণ আরও সাশ্রয়ী হয়েছে।

এরআগে গত ২০ অক্টোবর স্বণের দাম সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৩৮১ দশমিক ২১ ডলারে পৌঁছায়, এতে চলতি বছর মূলবান এই ধাতুর মূল্য ৫৩ শতাংশের বেশি বৃদ্ধি পায়। তবে মার্কিন ডলারের শক্তিশালী হওয়া ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের পর যুক্তরাষ্ট্র–চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় কমতে থাকে স্বর্ণের দাম। গোল্ড প্রাইস ডট ওআরজির তথ্যানুসারে, সব মিলিয়ে গত দুই সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশের বেশি কমে। তবে বৈশ্বিক অর্থনীতির মন্থরতার আশঙ্কায় স্বর্ণের দামে আবারো উত্থান দেখা গেছে।  

বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন কংগ্রেসের অচলাবস্থার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ৪০ দিন ধরে সরকারি অচলাবস্থা বা শাটডাউন চলছে, যার ফলে বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুকতে বাধ্য হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম— ৪০ দিন ধরে চলা সরকারি অচলাবস্থা (শাটডাউন) শেষ করতে মার্কিন সিনেট একটি প্রস্তাব পাশ করেছে। 

ভারতের রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র গবেষণা বিশ্লেষক জিগার ত্রিবেদী বলেন, দুর্বল তথ্যের কারণে মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ রয়েছে এবং মূল ফোকাস ডলার সূচকের ওপরই রয়ে গেছে।তার মতে, বাণিজ্য যুদ্ধ এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে নিরাপদ আশ্রয়স্থলের কেনাকাটাও বেড়েছে, যা সোনার মুদ্রার দাম বৃদ্ধিতে সহায়তা করছে।

এদিকে গত সপ্তাহে প্রকাশিত মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, অক্টোবরে যুক্তরাষ্ট্রে চাকরির সংখ্যা হ্রাস পেয়েছে, বিশেষ করে সরকারি ও খুচরা খাতে। এছাড়া খরচ কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসারে চাকরি ছাঁটাই বেড়েছে। এছাড়াও দীর্ঘতম সরকারি শাটডাউন এর প্রভাবে ভোক্তা আস্থা প্রায় তিন-দেড় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

অন্যদিকে, সোনার সঙ্গে রুপার দামও বেড়েছে। সোমবার ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স স্পট সিলভার ৪৯ দশমিক ৯১ ডলারে বিক্রি হচ্ছে, যা ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। এছাড়াও প্ল্যাটিনামের দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৬ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪০৩ দশমিক ৬৩ ডলারে বিক্রি হচ্ছে।সূত্র:রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *