সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১২৮৬ জন

অনলাইন ডেস্ক :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮৭৬ জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪১০ জন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪১০ জনসহ মোট ১২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি এলজি, দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত পিস্তল একটি, শটগানের গুলি ২ রাউন্ড, ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি ৫ রাউন্ড, শটগানের গুলির খোসা ৭ রাউন্ড, গুলি ৯ রাউন্ড, গুলির খোসা ১৩ রাউন্ড, দুই পোটলা বারুদ ও দুটি দা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *