ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা যা জানা গেল

অনলাইন ডেস্ক :

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল পর্যায়ে রয়েছে।

পোস্টে বলা হয়, অপারেশনের আগে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা প্রয়োজন। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে হতে পারে।

ব্রেন সক্রিয় করার জন্য অস্ত্রোপচার প্রয়োজন বলে চিকিৎসকরা মনে করছেন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে।

ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে বিশেষ দোয়া চেয়েছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবাহ নসিব করেন।
এর আগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এক জরুরি কল কনফারেন্সে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই আলোচনায় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অংশ নেন।
এরপর সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর প্রায় এক ঘণ্টার মধ্যে তাকে নিরাপদে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *