

ডিপি ডেস্ক :
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিল-ঘুষি ও মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইয়ুব আলী সদর ইউনিয়নের বাসিন্দা ও এয়াকুব আলীর ছেলে।
এ বিষয়ে নিহতের ভাতিজা বাহার উদ্দিনের অভিযোগ, মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















