অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সাথে নতুন ২০টি চুক্তি করেছে রাশিয়া। সোমবার পুতিনের সাথে সৌদি বাদশাহ সালমানের বৈঠক শেষে দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান এ খবর জানিয়েছেন।
সৌদি-রাশিয়ার নতুন ২০টি চুক্তির মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বাস্থ্যসেবা, এনার্জি ইন্ড্রাস্টিজ, মহাকাশ ও স্যাটেলাইট, বিচার বিভাগ, পর্যটন, রাজস্ব প্রশাসন, সংস্কৃতি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিসহ অন্যান্যগুলো। যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সারজেই ল্যাভরভও সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন। এই চুক্তিগুলোর মাধ্যমে সৌদি-রাশিয়া উন্নয়নের নতুন ধাপে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান।
সৌদি আরব সফররত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবিলার পাশাপাশি কূটনৈতিক উপায়ে মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকার সমস্যাবলী সমাধানের প্রতি রাশিয়ার সমর্থন রয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিশ্বের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখার জন্য রাশিয়া সব রকম সহযোগিতা করতে প্রস্তুত এবং এ সহযোগিতা ইতিবাচক ফল বয়ে আনবে।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সোমবার রিয়াদে পৌঁছেই সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন দুই নেতা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১২ বছর পর সৌদি আরবে নিজের দ্বিতীয় সফরে সোমবার রিয়াদ পৌঁছান।