অনলাইন ডেস্ক : মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে ‘আইফোন-এসই২’ মডেলের ফোনটি এ বছরই বাজারে ছাড়ার গুঞ্জন উঠেছিল, তবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল আগামী বছরের মাঝামাঝি সময় ফোনটি বাজারে ছাড়তে পারে।
জনপ্রিয় অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও জানিয়েছেন, বর্তমান বাজারের শীর্ষে থাকা ‘ওয়ান প্লাস, ‘স্যামসাং’, ‘আসুস’ ও ‘শাওমি’ ব্র্যান্ডের ফোনগুলোর ব্যবসা আইফোন-এসই২ নিজের দখলে নিয়ে নেবে। এদের সাথে টেক্কা দিতে আইফোন-এসই২ ৩৯৯ ডলার অর্থাৎ প্রায় ৩৩ হাজার ৭০০ টাকায় লঞ্চ হবে।
আইফোন-এসই২ তে সম্ভবত ‘আইফোন-১১’ এর ‘এ-১৩’ প্রসেসর ব্যবহার করা হবে। ‘আইফোন-৮’ এর মতো দেখতে হলেও ডিজাইনে ভিন্নতা থাকতে পারে এবং স্ক্রিন সাইজ ‘আইফোন-১১’ এর সমান হলেও একটু একটু বেশি কার্ভি হবে।