জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের পরীক্ষা স্থগিত ‘বুলবুলের’ কারণে

ন্যাশনাল ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে বৈরি আবহাওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার সম্মান দ্বিতীয় বর্ষ এবং এলএলবির পরীক্ষা হওয়ার কথা ছিল।
শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়জুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, স্থগিত পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের দ্বিতীয় বর্ষ অনার্স পরীক্ষা দুপুর ১টা থেকে সারাদেশের ২৯৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার জন পরীক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *