আকস্মিক তুষারপাতে কাশ্মীরে সেনা সদস্যসহ নিহত ৬

অনলাইন ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় তুষারপাতে ছয়জন প্রাণ হারিয়েছেন। আকস্মিক এই তুষারপাতে আটকা পড়েছেন অসংখ্য পর্যটক।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে’, জম্মু-কাশ্মীরে আকস্মিক তুষারপাতে জনজীবন স্থবির হয়ে গেছে। সেখানকার তাপমাত্রা এখন হিমাঙ্কের ১০ ডিগ্রি নিচে। অবিরাম তুষারপাতে কয়েক ইঞ্চি বরফস্তরে ঢেকে গেছে পুরো এলাকা। এতে রাস্তাঘাট পিচ্ছিল আকার ধারণ করেছে। দুই হাত দূর থেকেও কিছু দেখা যাচ্ছে না।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় তুষারপাতের কবলে পড়ে আলাদা দুটি গাড়ি দুর্ঘটনায় মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে চারজন সেনা সদস্যও রয়েছেন।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। পর্যটকদের হোটেলের ভেতরেই থাকতে বলা হয়েছে। একইসঙ্গে সীমান্ত চৌকিগুলোতে টহলদারদের শীত নিবারণের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *