কুষ্টিয়া প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ের এরশাদ নগরে কেরাম খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রাব্বি (১৬) ও রাকিব (১৫) নামের দুই এতিম সহদয় আহত হয়েছে। শুক্রবার সন্ধায় শহরের এরশাদনগরের জাহাঙ্গীরের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহতদের নানি আনোয়ারা বেগম। অভিযোগে উল্লেখ করেছেন, শহরের এরশাদ নগরের মৃত আফসারের ছেলে আনোয়ার হোসেন, আনোয়ারের ছেলে সুজন, আমিরুল, তোতাসহ ৭/৮ জন মিলে ধারালা অস্ত্র, লাঠি শোঠা, বাটাম নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে রবিউল ইসালামের ছেলে রাব্বি ও রাকিবকে বেধড়ক মারপিট করে। পরে তাদের মৃত অবস্থায় রেখে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে আহত রাব্বির অবস্থার অবণতি ঘটলে চিকিৎসক তাকে ঢাকাই রেফার্ড করে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মডেল থানার অফিসার ইনচার্জ নাসির হোসেন জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Posted in বাংলাদেশ
কুষ্টিয়া এরশাদ নগরে প্রতিপক্ষের হামলায় আহত দুই
January 12, 2019